মাগো ফিরে এসো,
মাগো আমার শুয়ে আছে ঐনা পুকুর পাড়ে
মাগো আমার কবে আসবে কেউ বলেনা মোরে।
আমায় একা রেখে কোথাও যাওনিতো কভু
আজ কেন ফিরছো না,সন্ধা হয়ে গেল তবু।


মাগো ফিরে এসো,
সন্ধার সময় সবাই ফিরছে নিজ নিজ ঘরে
তোমার আশায় বসে আছি এইনা পথ ধরে।
আমার ডাকে কেন মাগো দেওনা তুমি সাড়া
তোমার সাড়া না পেয়ে আজ হয়েছি দিশেহারা।


মাগো ফিরে এসো,
মাগো ঐনা পথে যায়  যারা
আরকি ফিরে আসেনা তারা।
কেঁদে কেঁদে আজ অশ্রু নয়নেতোমার দিকে চাই
নিষ্ঠুর এই জগৎ সংসার তোমায় আর না পাই।


মাগো ফিরে এসো,
যদি আর না আসো মোর কাছে
সাথী করে লও মাগো তোমারই পাশে।
এক কবরে থাকবো দু’জন কত্ত মজা হবে
মৃত্যুপুরীর কিচ্ছা তুমি আমায় শুনাবে।


(রচনাকালঃ ১০.০৯.১৯৯২, বাংলাদেশ রেডিও’র কলকাকলীতে প্রচারিত এবং ফুল কলির আসরে প্রকাশিত)