জামাইষষ্ঠী জৈষ্ঠ্যমাসে
বাংলার ঘরে ঘরে,
মহাখুশির এমন মাসে
আনন্দ না ধরে।


বাঙালিদের কৃষ্টি কালচার
ইতিহাসের পাতায়,
যুগ যুগ ধরে প্রবাহমান
উৎসবে মন মাতায়।


জামাই এলে শাশুড়ীমা
হরেক রান্না করে,
নানা স্বাদের খাবার খেয়ে
জামাই উদর ভরে।


রসমালাই আর সেমাই পায়েস
নানা রকম পিঠা,
স্বাদে গন্ধে তুলনাহীন
রসে ভরা মিঠা।


জামাই খুশি থাকলে পরে
মেয়ে থাকবে ভালো,
সেই খুশিতে জামাইষষ্ঠী
জগৎ জুড়ে আলো।


ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ৪+৪/৪+২