যৌবন স্রোতে আমি
অজানা পথের পথিক
কোথা পাব কামিনীর ছোঁয়া
জানা নাই সঠিক।


যৌবন স্রোতে টিকে থাকা
বড় কঠিন দায়
যাকে হেরি তাকে নিয়ে
করি হায় হায়!


ঐ লোচনে হেরি
বৈরী বৈরী ভাব
বিষাক্ত ফোনা তুলে
ছোবল মারা সাপ।


তবুও যৌবন হ্নদয়
নাহি কাঁপে সঙ্কায়,
অঞ্জলির কোমল পরশ
হ্নদয়ের ভাষায়।


যৌবনে নয়নাভিরাম
কামিনী দ্যুলোক,
অধির প্রতিক্ষায় তাই
আমার দু’টি চোখ।


সিংড়া,নাটোর-১৮.০২.১৯৯৫