যুদ্ধে নারী চেয়েছে স্বাধীন
             চেয়েছে মানচিত্র
চেয়েছে বাংলাদেশ।
যুদ্ধে নারী হারিয়েছে সম্ভ্রম
    হারিয়েছে স্বপ্লিন স্বপ্ন
             হারিয়েছে পতি-পুত্র।
যুদ্ধে  নারী  দিয়েছে বুকের রক্ত
    দিয়েছে সাহস-অনুপ্রেরণা
    দিয়েছে অন্ধকারে আলোর দিশা।
যুদ্ধে নারী করেছে আর্তের সেবা
   করেছে মিছিল শ্লোগান
   করেছে শত্রু নিধন।
যুদ্ধে নারী বিসর্জন দিয়েছে মধুময় বাসর রাত
            বিসর্জন দিয়েছে প্রেম,সংসার
            বিসর্জন দিয়েছে সোনালি ভবিষ্যৎ
যুদ্ধে নারী পেয়েছে অপবাদ,কলঙ্ক
             পেয়েছে দীর্ঘশ্বাস,উত্তপ্ত অশ্রু
             পেয়েছে বুক ফাটা আর্তনাদ