বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস
সংক্রামক ব্যাধি এটি বড়ই সর্বনাশ।
এই রোগের চিকিৎসা নেই সবারই তা জানা
প্রতিরোধে  সবাই মিলে নিয়ম নীতি  মানা।


হাঁচি-কাশি দেওয়ার সময় যেন মুখ ঢাকি
জনসমাগম সভা-সমাবেশ থেকে দূরে থাকি।
হাত দিয়ে চোখ নাক মুখ যেন স্পর্শ না করি
দুই হাত পরিষ্কার করি যেন ২০ সেকেন্ড ধরি।


করমর্দন, কোলাকুলি করব না কেউ এই মূহুর্তে
একজন অন্যজন থেকে থাকি যেন ৩ ফুট দূরত্বে।
বিদেশ থেকে ফিরলে কেউ ১৪ দিনের কোয়ারান্টাইনে
অমান্য করলে বিধান শাস্তি হবে স্বাস্থ্যবিধির অাইনে।


জ্বর, কাশি, শ্বাসকষ্ট যদি করেন অনুভব
ডাক্তারের শরণাপন্ন হতে হবে যত দ্রুত সম্ভব।
অাতঙ্ক নয়, সচেতন হোন সাহস রাখুন অন্তরে
উপসর্গ দেখা দিলে যোগাযোগ করুন হটলাইন নম্বরে।


সেবার ব্রত নিয়ে সবাই দাঁড়াই অার্তের পাশে
অাঁধার একদিন কেটে যাবে সূর্য উঠবে হেসে।
স্বাস্থ্যবিধি মেনে চলে করোনাভাইরাস করি প্রতিকার
ভাল থাকি-ভাল রাখি, এই হোক সবার  দীপ্ত অঙ্গিকার।