ভুলে  যাও দুঃখ আঘাত
ছিনিয়ে আনো রাঙা প্রভাত।
মুছে ফেল চোখের জল
আনো সাহস মনোবল।


মসৃণ পথে রক্ত জমাট
ভেঙ্গে ফেল বন্ধ কপাট।
আঘাত হানো এক সাথে
মেলাও মত এক মতে।


দেশের জন্য করো লড়াই
ভেঙ্গে দাও প্রভুত্বের বড়াই।
লড়াই করেই জিততে হবে
সোনালী দিন আনতে হবে।


আনতে হবে স্বাধীনতা
আর নয় পরাধীনতা।
আসুক যত মহাবিপদ
থাকতে হবে ঐক্যমত।


ত্যাগ ছাড়া হয়না অর্জন
লোভ লালসা করো বর্জন।
শোধাতে হবে রক্ত ঋণ
আসবে সেদিন সূর্যদিন।