আমার সুখে কার মুখে
ঝরে মুক্ত হাসি?
আমার দুখে কার বুক
অশ্রুতে যায় ভাসি?


আমার ব্যথা কার বুকতেে
বিঁধে শীলরে মতো?
রুগ্ন হলে মোর শিয়রে
থাকে কেবা অবিরত?


আমার মরণ কার কলিজায়
র্সপে মারে দংশন?
আমার চোখে জল দখেলিে
কার চোখে হয় বর্ষণ?


আমার সুখে সবাই হাসে
আমার দুখে কাঁদে কে?
সেইতো আমার জন্মদাত্রী
আমার সোনার ‘মা’রে।