চেহারা তো যায় দেখা
যায় না দেখা মন,
মনের দেখা পেতে হলে
মনের প্রয়োজন।


সাবান দিয়ে হয় পরিষ্কার
দেহের আবর্জনা,
মনের কালি হয় না সাফ
বিনে সাধনা।


রাতের কালো দুর করতে
সূর্যকে হয় জ্বলতে,
মনের কালো দুর করতে
নিজেকে হয় পুড়তে।


পুড়তে পুড়তে অঙ্গার হবে
খাঁটি হবে মন,
বড় হতে মন লাগে
লাগে নাকো ধন।


দেহের কোন মূল্য নেই
মন যদি হয় পঁচা,
মুখের সৌন্দর্য আর থাকে না
নাক যদি হয় বোচা।


মনের আলোয় আলোকিত
হতে পারে যে,
তার মত সেরা মানুষ
জগতে নাই যে।