তুমি জেনে রাখো নিশ্চয়
তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো।
কেউ কোনদিন জানবে না এই মৃত্যুর রহস্য কী
জীবনের চেয়ে মৃত্যু বেছে নেওয়ার সার্থকতা কী।


পুলিশ এসে আমার লাশ নিয়ে যাবে
পোস্টমর্টেম হবে
টুকরো টুকরো করে কাটা হবে দেহের প্রতিটি অঙ্গ
গভীর পরীক্ষা নিরীক্ষা করা হবে, কিন্তু
মৃত্যুর কোন সুনির্দিষ্ট কারণ  খুঁজে পাবে না কর্তব্যরত চিকিৎসক


দেহে আঘাত পেয়ে মৃত্যু হলে চিহ্ন খুঁজে পাওয়া যায়
কিন্তু মনে আঘাত পেয়ে মৃত্যু হলে কোন চিহ্ন থাকে না
হৃদপিণ্ডের ব্যবচ্ছেদে আসল রহস্য উন্মোচিত হবে
একজনকে না পাওয়ার নিদারুণ কষ্টই এই মৃত্যুর প্রধান কারণ।


হার্টের ছোট্ট কুটিরে তোমার অস্তিত্ব খুঁজে পাবে
শেষ নিঃশ্বাসের বাতাসে তোমার গন্ধ পাবে
দু'চোখের মণিতে তোমার ছবি খুঁজে পাবে
তুমিময় আমিতে ডাক্তার দ্বিধান্বিত হয়ে পড়বে


কিন্তু মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারবে না
কারণ মনে আঘাত পেয়ে মৃত্যু হলে কোন চিহ্ন থাকে না।