মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬


তুমি নজরুল  বাগিচার ফুল
         বিদ্রোহী কবি,
বুলবুল পাখি  টানাটানা আঁখি
          বাংলার ছবি।


সাম্যের কবি  দ্রোহের কবি
          জগতের কাছে,
কালজয়ী গান   জুড়ায়েছে প্রাণ
             তরুণের মাঝে।


ইসলামী গীত  শ্যামা সংগীত
              মানুষের তরে,
জাতি ভেদাভেদ  করিয়াছে ছেদ
            আজীবন ভরে।


বিপ্লবী তুমি  প্রতিবাদী তুমি
        তুমি হুংকার,
তোমার লেখনী  জাগ্রত বাণী
         তোলে ঝংকার।


যতদিন ভবে  সাহিত্য রবে
           ততদিন তুমি,
কবি ছড়াকার  স্মরনে তোমার
              পদতল চুমি।