হে নীলাম্বরি.....
       অন্তরে ধরি
       অমৃত পান করি।
জীবনের সমস্ত চাওয়া
তোমাকে ঘিরে আবর্ত
সমস্ত কিছু পাওয়া
তোমাতে অনুপ্রাণিত।
সব কিছুতেই তুমি
তুমিতেই সব কিছু
নীলাম্বরে বিস্মিত
নীলাম্বরে উচ্ছ্বাসিত।


হে নীলাম্বরি.....
      রোমাঞ্চে স্বরি
      স্বর্গীয় আঁচলে জড়ি।
অম্বরের ভাঁজে ভাঁজে
সুতোর প্রতিটি ফুঁড়ে ফুঁড়ে
আমার স্বপ্নগুলি ডানা মেলে।
লুব্ধ লোচনে তৃষিত প্রাণে
বিমুগ্ধ,বিস্মিত চাহনে
জীবনের মানে খুঁজে পাই।


হে নীলাম্বরি.....
তোমার  সমর্পনে
        নীল গগনের-
        সমস্ত নীল
        সমস্ত আলো
        সমস্ত বায়ু।


মায়া সভ্যতায় বলি
“ইনলাকেশ”
           তুমিই আমি
           আমিই তুমি
           আমরা এক।


স্থান : পুঠিয়া রাজবাড়ী,রাজশাহী।
তারিখ: ১১.১০.১৭