নিঃসঙ্গতা
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম


আমার উঠোন জুড়ে আর সোনালী রোদ্দুর খেলা করেনা
ব্যালকনিতে নীলকন্ঠ আর আগের মত মাধুর্য ছড়ায় না
আমার আকাশ জুড়ে ঘন কালো মেঘমালা ছুটোছুটি করে
চিলেকোঠায় আর ঝরে না রুপালী চাঁদের জ্যোছনা।


জীবন অভিধানে অজস্র বেদনাবিধুর শব্দের আধিক্য
বিরহ ব্যথায় জর্জরিত দেহের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ
সমুদ্র সৈকতে আার আছড়ে পড়ে না মোহনীয় রুপালী ঢেউ
প্রতিনিয়ত মৃত্যুবরণ করছি, বেঁচে থাকার কোন অনুষঙ্গ নেই


তোমার হাতের স্পর্শে উষ্ণ হতো আমার শীতার্ত পৃথিবী
তোমার কামরাঙা ঠোঁট ছিল আমার ব্যাবিলন উদ্যান
তোমার টোল পড়া গালের উপচে পড়া সৌন্দর্যের বিকিরণ
সম্মোহিত করে রাখতো আমার সমস্ত অস্তিত্বকে


খোলা আকাশে দাঁড়িয়ে আছি তবু মনে হয়
বন্দি আছি গুয়ান্তনামো জেলখানায়
সাইনোসাইটিস নেই, তবু যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বারবার
সব আছে আগের মতই; শুধু তুমি নেই। তুমি নেইতো কিছুই নেই।
ধুসর পৃথিবীতে আমি এক নিঃসঙ্গতা নিয়ে বেঁচে থেকেও মরে আছি।


©️ লেখক
রচনাকালঃ ০৪.১২.২১
স্থানঃ সরকারি টেকনিক্যাল হাইস্কুল, চাঁদপুর।