হে রহিম রহমান
সে পথে চালাও
যে পথে তোমার রহমত বহমান।


যে পথে তোমার করুনা
যে পথে তোমার প্রেরণা
যে পথে কল্যান বরকত
যে পথে সত্যর হিম্মত
যে পথে চলে তোমার প্রিয়জন
যে পথে তোমার দর্শন।


যে পথে আলোর সঞ্চালন
যে পথে কল্যান সর্বজন
যে পথে মানুষ মানুষের
যে পথে সহমর্মিতা প্রত্যেকের
যে পথে সবাই সবার
যে পথে সবাই তোমার।


যে পথে সাফল্য সবার
যে পথে ভালোর অঙ্গিকার
যে পথে আমিত্ব বিসর্জন
যে পথে শ্রদ্ধা সর্বজন
যে পথে নেই হিংসা বিদ্বেষ
যে পথে ভ্রাতৃত্বের আবেশ।


সেই পথে নেও যে পথ তোমার নবীর প্রিয়,
সকল গুনাহ মাফ করে তোমার জান্নাতে নিও।


হে রহিম রহমান
সে পথে চালাও
যে পথে তোমার রহমত বহমান