মানুষ আজ বিলুপ্তির পথে.....
করোনা ভাইরাসের করাল গ্রাসে
পৃথিবী আজ বিপর্যস্ত
নিরুপায় পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি।
শ্রেষ্ঠত্বের আত্ন-অহংকার আজ নিমিষেই ভূলুন্ঠিত।


এ দায় কার?
পৃথিবীর প্রতি মানুষের যে গর্হিত অপরাধ
নির্মম শাসনের তির্যক খড়গ চালিয়েছি পৃথিবীর বুকে
প্রকৃতি নীরবে নিভৃতে কেঁদেছে নির্বাক শব্দে
অসহ্য নির্যাতনের প্রতিবাদে ঝড়, সাইক্লোন, দাবানল ইত্যাদি দিয়ে
মানুষকে মাঝে মধ্যে  সতর্ক করতে চেয়েছে
কিন্তু মানুষ তারপরও মানবিক হয়ে উঠেনি।


মানুষকে ভালো রাখতে প্রকৃতি যে উদারতা দেখিয়েছে
মানুষ তার যথার্থ মূল্যায়ণ করতে শেখেনি
প্রকৃতি মায়ের গর্ভে জন্ম নিয়ে মানব সন্তান
প্রকৃতিকেই হত্যা করতে চেয়েছে নির্দয়ভাবে।


প্রকৃতির স্বাভাবিক গতিতে নগ্ন হস্তক্ষেপ করেছি চরমভাবে
সবুজ বন উজার করে নষ্ট করেছি পৃথিবীর ফুসফুস
বায়ু দূষণের নিত্তনৈমিত্তিক কর্মযজ্ঞে স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি পৃথিবী
ওজন স্তরে উপহার দিয়েছি ফাটলের কলঙ্ক,
পানি দূষণের ফলে বন্ধ করেছি তৃষ্ণার্ত পৃথিবীর বিশুদ্ধ জলপান
মৃত্তিকা দূষণে বিনিষ্ঠ করেছি পৃথিবীর মজ্জাগত উর্বরতা।


মানুষের নিষ্ঠুরতায় পৃথিবী আজ খুবই অসুস্থ
এখন তার বিশ্রামের বড়ই প্রয়োজন
পুরো পৃথিবী যখন লকডাউনে, প্রকৃতি ফিরছে তখন স্বমহিমায়
করোনা আর কিছুই নয়, এটা প্রকৃতির প্রতিশোধ
মানুষের কৃতকর্মের প্রতিদান।
আর প্রকৃতির প্রতিশোধ হয় বড়ই নির্মম।
সেই প্রতিশোধে মানুষ আজ বিলুপ্তির পথে...।


রচনাকালঃ জুন ২০২০