আমার কবর দিও ভাই
মসজিদের ঐ পাশে
যেন আজানের ঐ মধুর ধ্বনি
আমার কানে আসে।


মোয়াজ্জিনের আযান শুনে
উঠব আমি জেগে,
অযু করে মসজিদে যাব
সবার আগে আগে।


সবার আগে দাঁড়াই গিয়ে
প্রথম কাতারে,
খুশু-খুযুর সাথে নামাজ পড়ি
তৃপ্তি অন্তরে।


গুনাহগার বান্দা আমি
আল্লাহ তুমি দয়াময়,
তোমার নবীর দীদার যেন
আমার নসিব হয়।


দু’হাত তুলে মোনাজাত করি
নামাজ কর কবুল,
ক্ষমা করে দাও প্রভু
জীবনের যত ভুল।


তুমি সর্বজ্ঞ, তুমি ক্ষমাশীল
তুমি রহিম-রহমান,
আরশের নিচে আশ্রয় দিও
বেহস্ত করো দান।


(রচনাকাল:০৯.০৫.২০১৯, ৩,রমজান)