মিষ্টি মেয়ের দুষ্ট হাসি
গোলাপ রাঙা ঠোট,
বাঁকা চোখের চাহনিতে
মনে লাগে চোট।


টানা টানা দু’টি চোখে
মায়াবী স্বপন,
ইশারাতে আমার এ প্রাণ
করেছে হরণ।


কচি কচি বাহু দু’টি
মন কাড়া অবয়ব,
উপচে পড়ে রুপের ছটা
দেহে রুপের উৎসব।


শিশির ভেজা নগ্ন চরণ
রহস্যময় হাসি,
পাগল পাড়া যুব যারা
বলে ভালবাসি।


চললে তার নৃত্য আসে
কথায় আসে গান,
তারে মধুর চেয়ে মধুর লাগে
যদি করে অভিমান।


শাড়িতে সে বনলতা
শার্ট প্যান্টে ম্যাডোনা,
রুপের ঝলক লাগলে চোখে
চোখ কিছু আর দেখে না।


কুন্তলা কৃষ্ণকালো
লম্বা ভারি বেশ,
তার মতো একটি মেয়ে
নেইকো সারা দেশ।