শেখ মুজিবুর রহমান
একটি জাতির একটি প্রাণ।


দাদার প্রিয়, বাবার প্রিয়
প্রিয় প্রজন্ম প্রজন্মের,
বিশ্ব বাসি সম্মোহিত
মুজিব ভাষণের।


শেখ মুজিবুর রহমান
একটি দেশের চিরন্তন সম্মান


কন্ঠে তার বজ্রধ্বনি
মুক্তির আহবান,
জাগো জাতি স্বাধিকারে
রাখ দেশের মান।


শেখ মুজিবুর রহমান
পদ্মা-মেঘনা-যমুনার কলতান


তুমিই মুজিব তুমিই দেশ
তুমিই জাতির পিতা,
তোমায় ছাড়া হতো না সম্ভব
স্বাধীন দেশ জেতা।


শেখ মুজিবুর রহমান
মনের মন্দিরে কালজয়ী গান


তোমার সুরে তোমার ভাবে
গড়ব মোরা দেশ,
তোমার পতাকায় তোমার মানচিত্রে
সোনার বাংলাদেশ।


©afjal
® এই কবিতা "বঙ্গবন্ধুই বাংলাদেশ" নামক গ্রন্থে কবির মৌলিক সৃষ্টিকর্ম হিসেবে প্রকাশিত ও স্বীকৃতি প্রাপ্ত, এই কবিতার কোন অংশ হুবহু বা আংশিক অন্য কারো নামে ব্যবহার কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
(রচনাকালঃ ১৫.০৮.১৭, রায়পাড়া,রাজশাহী)