হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলাদেশের ইতিহাসে
তাঁর অবদান চিরঞ্জীব।


মুক্তির সনদ ছয় দফা
করেন তিনি উপস্থাপন,
সারা বাংলা জেগে উঠে
মৃত্যু করে আলিঙ্গন।


সাতই মার্চের অমর ভাষণ
গর্জে ওঠে জনগণ,
সেই ডাকে ঝাঁপিয়ে পড়ে
মুজিব মুজিব রণাঙ্গন।


লক্ষ প্রাণের রক্তে¯œাত
লাল সবুজের ঐক্যতান,
উজার করে জীবন দিল
রাখতে ধরে দেশের মান।


জাতি,ধর্ম নির্বিশেষে
যুদ্ধ করে নেইকো ভয়,
নয়টি মাসের যুদ্ধ শেষে
স্বাধীনতার সূর্যোদয়।