কী যে আকর্ষন তব মুখমন্ডলে
তা ভাষায় প্রকাশ সম্ভব না
লিখনীর মাধ্যমেও তা উপস্থাপন করা যায় না
চিত্রকর্মের সাহায্যেও তা ফুটিয়ে তোলা যায় না।


চন্দ্রের আলোয় আলোকিত ঐ বদন যেন
পরিশুদ্ধার এক প্রতিচ্ছবি
শ্বেত-শুভ্রতায় অহর্নিশ নির্মল
যেন স্বিগ্ধতা আর উচ্ছলতার অপূর্ব সমাহার।


মমতার হাসি ঘেরা ঐ মুখ
যেন অনবরত মধু বর্ষন করে
ধরণীর সকল ঐশ্বর্য
ঐ হাসির কাছে অর্থহীন।


বিধাতার অপূর্ব সৃষ্টি ঐ মুখ
যেখানে প্রকাশ পায় সুখ-দুঃখ
যেখানে প্রশান্তি-ক্লান্তির রেখা ফুটে ওঠে
যেখানে আলো আর মেঘ খেলা করে।


হ্নদয়পটে ঐ মুখ যেন শান্তির প্রতীক
যেখানে কোন কৃত্রিমতা নেই
নেই আলেয়ার মিথ্যে ঝলক
আছে শুধু নির্মলতা আর শুভ্রতা।


©afjal®