নদীর ধারে
বাঁশের ঝারে
ছিল যে এক ভুত।
ভুতের ঘাড়ে
লাঠি মারে
কালা মিয়ার পুত।


সারি সারি
ভুতের বাড়ি
দেখতে চমৎকার,
আদেশ জারি
ছাড়রে বাড়ি
কালার হুশিয়ার।


বাড়ি ছেড়ে
পালা ওরে
বাঁচতে যদি চাস,
নিঝুম চরে
খোলা ঘরে
করগে বসবাস।


তাই না শুনে
মরণ পণে
ভুতেরা দেয় দৌড়,
কালার ডরে
বাড়ি ছেড়ে
ভুতের দেশান্তর।


স্বরবৃত্ত ছন্দ, মাত্রা: ৪/৪/৪+১