গোলাপী তার গভীর ভালবাসার
আলো ছড়াতে পারে নি ঝোপঝাড়ে ,
বুঝতে পাড়ি নি
তার চাহিদাটা শিকড়ে নয় ,ছিল মগ ডালে!
আমার কি দোষ,
আমি তো কয়েদি হইয়ে আছি তার বন্ধি কারাগারে!
অনেক কিছু বলার বাকি ছিল,
বলা হলো না, কারণ বের্থতার শিকল জড়ানো ছিল  গায়ে !
হয়ত মিথ্যা সাজিয়ে উপস্থপনা করলে হাশীল হতো,
তাহলে নিজের কাছে নিজে সান্তনা দিতাম ঘৃণা দিয়ে !