আলোকিত দুনিয়ায় জমানো যত পাপ
সব হবে অভিশাপ ।
"দেহ" চূণ-বিচূর্ণ  হবে মাটির  অতলে ,
রূপ ,  যৌবন , প্রাচুজ্য লন্ড-ভন্ড হয়ে যাবে
সমাধীর ছোট ঘরে ,
সভ্যতার ঘটে যাওয়া সমস্ত সুখ-দুঃখ
উড়ে যাবে অদৃশ্য আত্মা হইয়ে ।


ক্ষুধাহীন, নিদ্রাহীন দেহ টা অচল পরে রবে
সচল হবে বিধাতার হিসাবের কাঠগড়া
হ্যা"এক দিন যেতে  হবে নতুন সাজে করে
ভাই-বন্ধু কাধে করে
নিরবতায় , নিস্তব্ধ মৃওিকার নীড়ে ।