জন্মের  ন"মাস আগে থেকে  যারা  ভালবাসা শুরু
   সেই গর্ভধারিনী মায়ের জন্য যেন ভালবাসার কমতি না হয় |


যাদের মুখের ভাষা শুনে শুনে  কথা বলতে শিখছি
   সেই পিতা-মাতা সাথে কথা বলতে গেলে কন্ঠ যেন উচ্চতর না হয়  |
সু' শিক্ষায় শিক্ষিত হয়ে , জ্ঞানের ভান্ডার সঞ্চিত করেছি  
শিক্ষার অহংকারের ভারে যেন অমনুষত্ব মতন আচার-আচরণ  না হয়    |


স্বর্গের সুখের সন্ধানে , মাজার কিনবা পীর- আউলিয়ার প্রাঙ্গনে
    আল্লাহ বেতিত অন্য কথাও যেন মাথা নত( সেজদা ) না হয় |


নিজের অনেক শখ, সোনা- দানা , ঘর- বাড়ি , টাকা- পয়সা কত কিছু ,
   শখ পূরণের নেশায় তলে , গরিব, দুস্ত আত্বীয় যেন তাদের হোক থেকে বঞ্চিত না হয় |
কত স্বপ্ন নিয়ে , কষ্ট সইয়ে , তিল তিল করে মানুষ করে
   সেই কাঙ্খিত সন্তান,  নেশার জগৎ যেয়ে জীবনটা যেন বিলুপ্ত না হয় |