চয়ন্তী ,
    গতকাল ঠিক মধ্যে রাতে তোমার ওই বাসন্তী রঙের শাড়ি পরা ছবি খানা দেখেছি ।  
তোমার চঞ্চল নয়নের চাহনি দেখে
  এক নতুন অঞ্চলে পথযাএি হয়েছি ।


তোমার রঙ—রঙিন লাল ,কালো, সবুজ কাচের   চুড়ি রঙমাখায়
   নিজের অজান্তে অবুঝ হয়েছি ।  


তোমার কপালের  কালো টিপে হারিয়ে ,
   যাওয়া  সুখের এক দ্বীপ খুজে পেয়েছি ।  


তোমার ওই ছোট হাসি, সেত দু- সবনাষি    
  নিরাবতার লগ্নে উন্মাদনার নতুন পরিচয় খুজে পেয়েছি ।


তবে “হ্যাঁ ” চয়ন্তী ,
তোমার ওই কালো চুল সামলে রেখ
রোদের ঝাজাল তাপে ঝলমলতা এক জলসা বসিয়েছে ।  
কপালের উপর নুয়ে  পরা কিছু চুল হৃৎপিণ্ডের খুব কাছ ঘেষে বৈষাখির দমকা  হাওয়া অনুভব করেছি ।