“তুই” পারিস, “সে” পারে ,সবাই ভুলে থাকতে পারে আমি
          শুধু আমি ভুলতে পারলাম না ।


এই পারে, ওই পারে ,কতো জনই না বাধ বাধতে পারে ,
         শুধুই আমি বাধতে পারলাম না ।


ময়না পারে, তোতা পারে ,কত কথাই না কইতে পারে,
          শুধু আমি বলতে পারলাম না ।


এপারে—ওপারে, সবাই ব্যস্ত খেয়া পারাপারে,
             শুধু আমি হইতে পারলাম না ।


কেউ গদ্য পদ্য সাজিয়ে পারে, অপার হয়ে লালন পারে,
         শুধু আমি গুছিয়ে পারলাম না ।


কেউ লোভে পারে, কেউ লালসায় পারে,
জমিনে পা রেখে আসমানের চাদ ধরতে পারে ,
       আমি সপ্ননেও ডুবে পারলাম না ।


কেউ আরাধনায় পারে ,কেউ মাতাল হয়ে পারে,
        আমি অভিনয় করেও পারলাম না ।