আমি তৃষ্ণার্ত
তুমি মেঘনা!


গোলাপের পাপড়ির মত
তোমার পুরু দুই ঠোঁট -
যারা ধারন করছে
অমৃত সুধা;
আমাকে ডেকে চলেছে একজোট!!


আমি তৃষ্ণার্ত
তুমি মেঘনা!
তোমার ঠোঁট পেয়ালা আমাকে
ডাকছে অহর্নিশ।
তোমার দুই ঠোঁটে
আমার দুই ঠোঁট লাগিয়ে
আমি আমার তৃষ্ণা মেটাতে চাই।
চুষে নিতে চাই
তোমার অমৃত সুধা।


পারিনা;-
কোন এক অজানা কারনে
আমি তা পারিনা।


তুমি মেঘনা
কিন্তু তবুও আমি তৃষ্ণার্ত!!!!