পূরুষ বলেই পৌরুষ দিয়ে
যা কিছু কর ভাই,

ভেবেছ কি কভূ পৌরুষ্যের
উৎপত্তি কোথায়।।
যারে তুমি ভাই করিতেছ নিচুঁ
সে তোমারি সহচর,,
যাহার গর্ভে জন্ম নিয়েছ
নয় সে অধম নর।।

যে তুমারি তরে করিতেছে সেবা
নিজেরে ভাবিয়া নিচুঁ,'

কেন সে মহান পূরুষের স্থান
ছাড়িতেছ মিছুমিছু।।।

তোমার জন্য যেবা দিতে পারে
জীবন বিসর্জন,

সে তো কেউ নয় মহিয়সী মাতা
সে জাতীর একজন।

তোমার অসুখে মাথা কোলে লয়ে
যেবা বুলায়েছে হাত,

নিজে না ঘুমিয়ে জাগিয়া জাগিয়া
কাটায়েছে কত রাত।।।

বিয়ে করিয়াছ?সুন্দরী নারী,
নয় সে কি ঐ জাতি,

যে জাতিরে তুমি করিতেছ ঘৃনা
সমস্ত দিবারাতি।।।
পরিশেষে বলি পারবে কি তুমি
চলতে ধরাতে একা,

নারীহীন এ পৃথিবী দেখবে
জলহীন মরীচিকা।।।।।