স্বাধীনতা মোর,
রুদ্ধ হাতের রক্তমাখা তীর,
স্বাধীনতা মোর,
ভায়েদের গড়া শান্তি সুখের নীড়।
স্বাধীনতা হল,
যুবক ভাইয়ের ছিন্ন করা দেহ,
স্বাধীনতা হল,
নিস্ব মায়ের অবাক করা স্নেহ।
স্বাধীনতা মোর,
জাতিসত্বার তীব্র অহংকার,
স্বাধীনতা মোর,
বিভেদবিহীন মুক্তির অধিকার।
স্বাধীনতা হল,
তিরিশ লক্ষ আত্বত্যাগের ব্যাথা,
স্বাধীনতা হল,
দোয়েল পাখির বিনীদ্র নিরবতা।
স্বাধীনতা মোর,
রক্তের কেনা বাংলা মায়ের মাটি,
স্বাধীনতা মোর,
লাল-সবুজের নিখুত বানানো পাটি।
স্বাধীনতা হল,
কালো রাতের ক্ষয় হয়ে যাওয়া প্রাণ,
স্বাধীনতা হল,
দিবসে দিবসে গলা ছেড়ে গাওয়া গান।
স্বাধীনতা মোর,
স্বদেশপ্রেমের জাগ্রত বিবরণ,
স্বাধীনতা মোর,
কালো মার্চের প্রথম আন্দোলন।
স্বাধীনতা হল,
অন্ধকারের প্রজ্জ্বলিত শিখা,
স্বাধীনতা হল,
একটি জাতির নির্ভাবনার রেখা।
স্বাধীনতা নিল,
পাষাণ মনের নিষ্ঠুর ইয়াহিয়া,
স্বাধীনতা দিল বগ্ঙবন্ধু,নিজের জীবন দিয়া।।।