আজকালের এই পৃথিবীতে যার দেহ লাল চামড়া,
তার মাঝে প্রেম খুজে বেড়াই তুমি আমি আমরা।
দেহের রঙে মানুষ মাপি মনের দিকটা খুজিনা,
সাদাকালোর কালোর তফাৎটা কি আমিতো তা বুঝিনা!


কালো মেয়ে থাকলে ঘরে বাপ মায়ের এক চিন্তা
বর মিলাবো কেমন করে পাড়াপড়শির নিন্দা।
দৈহিক এ রূপ অস্থায়ী তাই মনটা করো শক্ত,
দেহের ভিতর মিলিয়ে দেখো সবার একই রক্ত।
সাদা কালোর এই যে বিবাদ যতোদিন না হবে শেষ,
সুখের দেখা পাবেনা যে আমার সোনার বাংলাদেশ।

বি:দ্র : অনলাইন ম্যাগাজিন মোলাকাত ডটকমের বর্ণবাদ সংখ্যায় প্রকাশিত।