আকাশটাও যে পরাধীন,
কখনো তার বুকে বসে তারার মেলা
আবার কখনো মেঘে ঢাকে তার নীল,
তারপর কান্না হয়ে বৃষ্টি নামে।
মানুষও ঠিক তাই,
আজ যা আমার কাল তাতে ভাগ বসাবে অন্য কেউ,
মুখের হাসি আড়াল হবে বেদনার কালো মেঘে।