এ কেমন লীলা খেলা তোমার প্রভু বুঝে ওঠা ভার,
কখনো মেঘ কখনো রোদ কখনো আলো আবার
কখনও আঁধার ।
কেউ নাহি পারে দুবেলা অন্ন জুটিয়ে পেট পুরে খেতে,
কেউ আবার খায় যতো ফালায় তার দ্বিগুণ নাজানি কোন হিতে।
কারও নাই মাথা রাখিবার ঠাই পাখির মতো ঘুরে
এ ডালে ও ডালে,
কারও আবার বিরাট অট্টালিকা শুধু নেই মানুষ ঘরগুলো সব বেষ্টিত মাকড়সার জালে।
কারও জীবন দু:খে ভরা পাটকাঠির মতো শুকনো দেহ,
আবার বেশি সুখের কারণে মোটা পেটের দহনে দাড়াতে পারেনা কেহ।
কখনো দেখি ভিক্ষুক হাটে পথে পথে হাতে নিয়ে ভিক্ষার ছালা,
আবার দেখি কখনো গরিবের ত্রাণ বস্তা ভরে নিয়ে পালায় কোন রাজনৈতিক শালা।
তুমি মহান মহিমাময় সবই তোমার কুদরতি মেলা,
আমরা তো গোলাম তোমার দেখি শুধু এই ভবের খেলা।