জানি আবার দেখা হবে কোন পিচঢালা পথের মোড়ে,
কিংবা কোন শপিং মলের চলন্ত লিফ্টে,,
এই দেখা সেই দেখা নয় যে দেখায় তুমি সূর্যমুখীর মতো হেসে প্রশ্ন করতে কেমন আছো,,
এই দেখা হবে সেই দেখা যে দেখায় তোমার মুখেফুটে উঠবে বিব্রত ভাব,
কপালে দেখা দেবে ঘামের বিন্দু।


জানি হয়তো দেখা হবে জীবনের কোন এক বাঁকে,
চলন্ত রেল কিংবা বাসে,
যে দেখায় কেঁপে উঠবে তোমার আকাশ,
চোখের কোণে হয়তো ঝিলিক দেবে একবিন্দু জল,
যদি দেখা হয় এভাবে কোন একদিন,
জানতে কি চাইবেনা তুমি আমি কেমন আছি,
নাকি আচলে মুখ লুকিয়ে হবে আমার চোখের আড়াল?
যদি তাই হয় এমন সাক্ষাত চাইনা আমি,
হ্যা সত্যি চাইনা।