দুর্নীতি দুর্নাম
গেছে সীমা ছাড়িয়ে
নরকের কীটগুলো
দেশ দিল জ্বালিয়ে।


চারিদিকে হাহুতাশ
গরীবের ক্রন্দন
কারও সাথে কারও নেই
একটুকু বন্ধন।


নেতা থেকে বড় নেতা
পা চাটা চামছা
অন্যের হক মারে
বেধে মুখে গামছা।


কোটিকোটি টাকা করে
বিদেশে পাচার
দেশটাকে ঠকিয়ে
কি বিলাসী বাহার।


চাল চুরি ডাল চুরি
এগুলি কি মিছে
তেলের খনি আহা
বিছানার নিচে।


ঠকবাজী আর কতো
হয়েছে বহুত
মনে রেখো আসছে
মালাকুল মউত।


জ্বলে পুড়ে বিরান
ছোট্ট এ দেশটা
জানি না কি হবে এই
নাটকের শেষটা।