জানিনা তোমায় ভালোবেসেছি কি না,
কিন্তু তোমায় যখন দেখি হৃদয়ে শিহরণ জাগে,
তুমি যতক্ষণ পাশে থাকো অদ্ভুত রকম ভালো লাগা কাজ করে।


জানিনা তোমায় ভালোবেসেছি কি না,
কিন্তু তোমাকে দেখতে তোমার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হয় বারবার,
তোমার মিষ্টি হাসিতে যেন সম্মোহিত হই যখনতখন।


জানিনা তোমায় ভালোবেসেছি কি না,
তবুও তোমায় নিয়ে কাজিরবাজার ব্রীজে বসে ফুচকা খেতে মন চায়।
ইচ্ছে করে তোমায় রিক্সায় করে নিয়ে ঘুরি সিলেট শহরের অলিগলি।


জানিনা তোমায় ভালোবেসেছি কি না,
তাও কেন জানি স্বাধ জাগে প্রিয় এমসি কলেজের পুকুরপাড়ে বসে তোমার কোলে মাথা রেখে গল্প শুনি,
সবুজ ঘাসের উপর খালি পায়ে হাটতে মন চায় তোমার হাতে হাত রেখে


জানিনা তোমায় ভালোবেসেছি কি না,
হয়তো বাসি নয়তো বাসি না,
কিন্তু তুমি কি জানো আজ বহুদিন পর খাতা কলম হাতে কবিতা লিখতে বসেছি তোমার নামে,
আর হ্যা কলমটা তোমার দেয়া উপহার,
কলম তোমার, কবিতাও তোমার।