সোনার চামচ মুখে নিয়ে
জন্ম যাহার এই ভূবনে
গরিব দু:খির পেটের পিড়া
বুঝবে কি আর এই জীবনে।


ছোট থেকে বড় হলে
রাজার মতো রাজমহলে
পারবে কি সে সইতে তবে,
কুঁড়েঘরে শোইতে দিলে?


টাকায় যাহার জীবন গড়া
মাছ মাংসে পেট যে ভরা
ক্ষুধার জ্বালা বুঝবে কি সে
হয়না যদি উপোস করা!


ঘুমোয় তো সে ফুল বিছানায়
এসির বাতাস লাগিয়ে গায়
পারবে কি সে চোখ বুজিতে
শীতলপাটির স্বপ্ন আশায়?


জীবন কি তা বুঝবেনা সে
বিলাসিতায় জন্ম যাহার
জীবনটা কি বুঝতেছে সে
অনাহারে দিন কাটে যার।