মাঝেমাঝে মনে হয় পৃথিবী ছেড়ে অন্য কোন গ্রহে বসতি গড়ি মঙ্গল কিংবা ইউরেনাসে,
পৃথিবীর এতো এতো জঞ্জাল অতিষ্ঠ করে তুলেছে  মন,হাঁপিয়ে উঠেছে সারা দেহ।
মানুষের হাতে মানুষ খুন যেন মাতাল হয়ে ছুটছে সবে হিংস্র দানবের ন্যায় রক্তের নেশায়।


পরমাণু বোমার আঘাতে তেতলে পড়া মানব দেহের হৃদয় ছেড়া আর্তনাদ শাণ দেয়া ছুরির মতো আঘাত করে এ বুকে।
সন্তান হারানো মায়ের আকাশ ফাটা চিৎকারে আল্লাহর আরশ কাঁপলেও নির্দয় মানুষের মন কাঁপেনা।


এই পৃথিবী আর মানুষের নয়,মানুষ নামের পশুরা ধ্বংস করে চলেছে সুন্দর পৃথিবীর উর্বরতা।
তাই আর নয় অগ্নিঝরা ভষ্ম এই পৃথিবীতে,
আমাকে তোমরা অন্য কোথাও পাঠিয়ে দাও,
নির্বাসন চাই আমি পৃথিবী থেকে দূরে অন্য কোন গ্রহে,
শনি,স্যাটার্ন কিংবা ইউরেনাসে।