পুকুর পাড়ে একলা বসে,
শুনছি পাখির গান।
সবুজপাতার ফাঁকেফাঁকে,
প্রেমের ঐকতান।


নাম জানিনা কতো পাখি,
কলকাকলি সুরে।
লুকোচুরি খেলায় তারা,
ফুড়ুৎ করে উড়ে।


এবার দেখি মাছরাঙাটি,
চাইছে পুকুর পানে।
মাছ শিকারের ধান্দা মাথায়,
তাকায় বামে ডানে।


হঠাৎ দেখি পটাত করে,
ঝাপ দিলো সে জলে।
ঠোঁটের আগায় মাছটি নিয়ে,
বসলো গাছের ডালে।


হলুদ পাখি কিযে ভারি,
মেকাপ নিলো গায়।
রূপে তার অঙ্গ ভরা,
পরাণ জুড়ে যায়।


পাখির গানে মুগ্ধ আমি,
পাখি হতে চাই।
পৃথিবীতে পাখির মতো,
কেউই সুখি নাই।