পরিণিতা
তুমি আর আগের মতো নেই,
তুমি বদলে গেছো সময়ের সাথে!
কেনো এমন হলে তুমি আগেতো ছিলেনা এমন।
তোমার ঠোঁটের মিষ্টি হাসি আজকাল চোখে পড়েনা,
তোমার কপালের কালো টিঁপ যেনো হারিয়ে গেছে ঠিক সন্ধার আকাশে যেমন সূর্য হারিয়ে যায়।


পরিণিতা
তোমার গলার মিষ্টি সুরে গাওয়া সেই গান,প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে,কোকিল সুরে তোমার এই গানটি আজ আমি বড় মিস করি।
অনুরাগ দুষ্টুমিতে আমার গালে চড় বসিয়ে দেওয়া, তারপর সেই খিলখিলিয়ে তোমার হাসি,
কোথায় হারালো তোমার চপলতা!
বলতো পরিণিতা?


পরিণিতা
তোমার ফেভারিট সেই লিপস্টিক বহুদিন তোমার ঠোঁটের পরশ পায়নি তাই ঝুড়িতে পড়ে বিলাপ করছে শুনতে কি পাওনা তুমি তা?
তোমার এমন বদলে যাওয়া তীরের মতো আঘাত করছে আমার বুকের মাপ বরাবর,আজ আমি জানতে এসেছি, পরিণিতা তুমি এমন কেন?