পান সিগারেটে আসক্তি নেই আমার,
না কোন নেশাদ্রব্যে।
একটা নেশায় নেশাগ্রস্থ আমার পুরোটা শরীর মন,
আমি কবিতায় আসক্ত।
আমি ভালোবাসি কবিতা পড়তে
আমি ভালোবাসি কবিতা লিখতে।
আমি ভালোবাসি কবিতার শব্দের ঝংকার।
কবিতা সৃষ্টি করে হৃদয়ে আমার প্রেম,
তাই কখনো দেশ নিয়ে কবিতা লিখি,
কখনো মাকে নিয়ে সাজাই ছন্দের বাহার।
কখনো প্রেমিকা হয়ে হৃদয়ে জাগে কবিতা
ছন্দে ছন্দে অনুভব করি হৃদয়ে লালিত আমার প্রিয়তমা প্রেমিকাকে।
কখনো আমার মনে মুক্তিযুদ্ধ কবিতার রূপ নেয়,
শহীদের লাল রক্ত দেখি আমার কবিতার প্রতিটা শব্দে।
আবার কখনো টের পাই পুরো দেশটা আমার হৃদয়ে ঢুকে যায় কবিতা হয়ে,
দেখি মুখোশের আড়ালে লুকায়িত কতশত লোলুপ দৃষ্টি তাকিয়ে আছে প্রিয় দেশটাকে লুন্ঠনের আশায়,
কবিতার ছন্দে ওদের মুখোশ খুলে দিতে আমি উন্মুখ।
আমি কবিতায় দেখি আমার দেশ,
কবিতায় দেখি আমার মা,
কবিতায় অনুভব করি আমার প্রিয়তমা প্রেমিকা।
কবিতায় অনুভূত হয় আমার হৃদয়ে সৃষ্টির সমগ্র রূপমা।
কবিতা ভালোবাসি আমি,
রক্ত আমার কবিতা পজিটিভ।