যখন তুমি গুরুর বেসে,
দীক্ষা দিলে মোরে।
বিনম্র তাই শ্রদ্ধা জানাই,
ভালোবাসার সুরে।


জ্ঞান গরিমায় অসীম তুমি,
যাবে অনেক দূর।
তোমার মাঝে তাই কবিতা,
বাজায় প্রেমের সুর।


সালাম জানাই তোমায় কবি,
ভীষণ ভালোবেসে।
ভুল যদি হয় যখন তখন,
ধরিয়ে দিয়েন হেসে।


উৎসর্গ : যার মন্তব্য সাহস যোগায় আমাকে, যার ভালোবাসায় সিক্ত আমি,যার কবিতার ছন্দের ঝংকারে আমি মোহিত হই সেই আসর বরেণ্য কবি মার্শাল ইফতেখার আহমেদ কে।