শেফালী ও কাশফুল আরও নানা ফুলে,
শরতের পরিবেশে ঝংকার তুলে।
গাছে গাছে পাখি ডাকে কিচিরমিচির,
দূর থেকে শুনি সুর রাখালের বাশির।


সাদাসাদা মেঘগুলি আকাশে ভাসে,
তার ফাঁকে সকালের সূর্য্যটি হাসে।
সেজেছে ফুলের সাজে বন উপবন,
শারদ্বীয় উৎসবে পুলকিত মন।
নদীতীরে কাশফুল বাতাসে হেলে,
কবি মন নেচে উঠে শরৎ এলে।

প্রকাশিত : ভাঁজপত্র দ্রোহকাল(শরৎ সংখ্যা২০১৯)
সম্পাদক : জাকির মোহাম্মদ।