যদি কোনদিন আকাশ পাড়ি দিতে হয় তোমার জন্য,
যদি জয় করতে হয় হিমালায়,
বিশ্বাস করো তুমি আমি একটুও করবোনা ভয়।


যদি তোমায় পেতে দিতে হয় পাড়ি সাত সমুদ্দুর তের নদী,
আমি একাকি প্রেমের বলে সাতরে যাবো নিরবধি,
সাত সাগরের ওপারে প্রেমের নোঙর ফেলে চিৎকার করে বলবো আমি তোমায় করেছি জয়।


যদি তোমার জন্য ছেড়ে দিতে হয় পুরো পৃথিবীর মায়া,
তারপরও যদি পাই তোমার ভালোবাসার একটু ছোয়া,
আমি তোমার হাতে আমার পৃথিবী ধরিয়ে দিয়ে আমি হবো শুধু তোমার অধীন।


যদি তোমার জন্য করতে হয় আবার কোন পলাশীর যুদ্ধ,
আমি তোমার তলোয়ার হাতে নিয়ে ঝাঁপ দেবো শত্রুর মোকাবেলায়,
সিরাজোদ্দৌলার মতো প্রয়োজনে শহীদ হবো শুধু তোমার জন্য।