আজও মনে পড়ে তোমার দেয়া প্রথম চিঠির হৃদয় কাপিয়ে দেয়া সংলাপ, আমি তোমায় ভালোবাসি।
বিশ্বাস করো সেদিন তেপথির মুখে তোমার চিঠি পাঠের পর যে হারিয়েছিলো মন তোমার প্রেমে,
সেই থেকে আজ অনেক বছর হলো
নিজেকে নিজের মাঝে খুজে পাইনা,
কি করে পাব বলো আমিতো তখনই
হারিয়েছি তোমার মাঝে সেই প্রথম চিঠির পর।
না ছিলো ফোন না ছিলো ইন্টারনেট
হোয়াটসআপ, ফেসবুক ছাড়াও
কেমন সুখময় ছিলো প্রেম,
ছিলো অদ্ভুত ভালোবাসার সমিকরণ।
জান প্রিয়তমা সেই চিঠিগুলিতে না
লাল লিপস্টিকে আঁকা তোমার
ঠোঁটের চাপ লাগানো অনুভুতিটা আজকালকার
ফেইসবুক হোয়াটসআপের কিস ইমোজিতে পাইনা।
কি বলো তুমি আমাদের চিঠিই ভালো ছিলো তাই না?
যে চিঠিগুলির সাক্ষী ছিলো শত পাখির কলকাকলি,
আর তেপথির সব সবুজ গাছগাছালি।
হ্যা তাইতো চিঠিই ভালো ছিলো না!