থেমে নেই কেউ জন্ম থেকে আজ অব্দি,
আজ এখানে কাল সেখানে,
কতো যে বদল হয় ঠিকানা।
কেউ হাটে, কেউ মাঠে,চলন্ত যানবাহনে,
জীবিকার তাগিদে দূর প্রবাসে,
দূরে বহুদূরে, দেশে মহাদেশে,সাগরে মহাসাগরে,
জীবন চলছে আপন গতিতে।
আর সময় পরিক্রমায় বদল হচ্ছে মানুষের ঠিকানা।
অতীতে কোথায় ছিলাম আর কোথায় আজ,
জানা নেই কোথায় লিখা আছে ঠিকানা আগামির।
জীবন চলবে,ঠিকানাও বদলাবে,
আসবে মৃত্যেু,তারপর ঠিকানা কবর।
তারপরও শেষ নয়, হাসর,মিজান,পুলসিরাত,
দুনিয়ার আমলে কেনা
জান্নাত,জাহান্নাম শেষ ঠিকানা সবার।