তুমি কি জানো,
ইদানিং আমি কেমন জানি একটা রোগে ভুগছি,
নিজেও জানিনা কি সেই রোগ।
তবে আমি অনুভব করি আমার বুকের বাম পাশে চিনচিনে ব্যথা হয়,হঠাৎ বাড়ে হৃদয়ের ধুকপুকানি।
সবসময় মনে ভেসে থাকে তোমার চেনা মুখ,
কখনও বাতাসের সাথে ভেসে আসে তোমার নিঃশ্বাস আর তখনই দ্বিগুন হয় বুকের সেই কাপুনি,
এ কেমন অদ্ভুদ রোগ বলো?
এখনতো দেখি তুমি ছাড়া বেঁচে থাকাই কঠিন।
কতো ডাক্তার কতো কবিরাজ দেখাই জানো,
কেউই পায়না খুজে এমন রোগের প্রতিষেধক।
অবশেষে মনে হলো নাহ আর কাজ হবে না,
আমার তোমাকে প্রয়োজন,
তোমার সুডৌল বুক হবে আমার প্রেমের ভেষজ ঔষধালয়।