পুরুষ মানুষ আজব বটে,
       অনেকেই কয়;
হাজার কষ্ট মাথায় নিয়েও
        তাকে  হাসতে হয়!
'সব পুরুষ-ই রুপে পাগল'
         এমন কিন্তু নয়;
সিংহভাগ পুরুষ মানুষ
        গুণে মুগ্ধ হয়!
'সব পুরুষ-ই রুপে পাগল '
          এমন যদি হত!
কালো মেয়ে তবে কি আর
         সঙ্গী খুজে পেত?
পুরুষ আটকায়-একটু মায়ায়,
          একটু ভালবাসায়,
একটুখানি সম্মান পেলেই,
          পুরুষ গলে যায়!
একটু খানি আদর-সোহাগ,
            শান্তি, মহব্বত,
একটু প্রেমের পরশে পুরুষ
           খুশিতে গদ্ গদ্!
পুরুষ লোকের পকেট যদি
      থাকে বেজায় গরম;
তাহলে তার ঠান্ডা মেজাজ,
     মনটা ভীষণ নরম!
আবার, যদি দৈন্য-দ্শায়
     পকেট থাকে ফাঁকা,
তাহলে তার উগ্র মেজাজ
     থাকবে গরম মাথা!
পুরুষ লোকের সৌভাগ্য
      নারীর মতো নয়:
কর্মগুনে পুরুষকে ভুবন
       করতে হয় জয়।।