টলমল জল করে ছলছল
যৌবনে ভরে থাকে বার মাস
মুক্তার দানা সোনার থালা
কাব্যিক রঙ ঢেলে করে যায় চাষ।


খোকাখুকির দল করে কলকল
দল বেঁধে যায় নায়তে
দুপুরের বেলা বসে যায় মেলা
শরীর জুড়ায় শীতল পানিতে।


উঁচু তার পাড় বড্ড ওসার
সবুজ কাঁচা ঘাসে ঢাকা
এপাশ ওপাশ ঘন ঘন গাছ
কোথা নাই এতটুকু ফাকা।


বিশাল ভূমি ষাট বিঘে জমি
থইথই করে রূপালি জলে
কত উৎসুক দেখে পায় সুখ
ডাকে তারে সোনা দিঘি বলে।