এক.


আব্বু শোন আম্মু শোন
খাবার খেয়ে যাও
জামা দেব গয়না দেব
এনে দেব চাঁদটাও।
আপেল আছে কমলা আছে
আছে আঙুর ফল
ইচ্ছেমতো নাও খেয়ে নাও
গায়ে হবে বল।

দুই.


পথের পাশে ময়লা ঘেটে
টোকাই খুঁজে খাবার
পেটের জ্বালা মেটাতে তার
নেই একমুঠো আহার।
হাতটা পেতে ছলছল চোখে
চায় যখন দুটো টাকা
বাবুরা সব চেঁচিয়ে ওঠে
" যত্তসব, যা চলে যা ন্যাকা"।


তিন.


সব শিশুরাই কোমল অতি
আশায় বুকটা ভরা
একটুখানি স্নেহের ছোঁয়া
চায়যে শুধু ওরা।
সব শিশুরাই মোদের শিশু
একটু বাড়াই হাত
সবার মাঝে দেই ছড়িয়ে
নতুন দিনের প্রভাত।