আমি শপথ করে বলছি
জীবনানন্দেরর নৈসর্গিক বাংলা জাগিয়ে তুলবো
প্রকৃতিকে বলব
তুমি তোমার মতো বেড়ে ওঠো
হিংস্রতাকে বধ করার জন্য আমরা জেগে উঠেছি।


আমরা বনানীকে সবুজ করবো
ব্রহ্মপুত্র তিস্তায় জোয়ার আনবো
যমুনার চরকে তাড়িয়ে দেবো
সোনার বাংলাকে সোনালী আভায় ভরিয়ে তুলবো।


আমি শপথ করে বলছি
রবীন্দ্রনাথের সোনার বাংলাকে জাগিয়ে তুলবো
গ্রীষ্মকে মধুরসে রাঙ্গাবো
বর্ষাকে মেঘ দেব
শরৎকে কাশফুল দেব
হেমন্তকে নবান্ন দেব
শীতকে কুয়াশা দেব
বসন্তকে ফুলে ফুলে ভরিয়ে দেব।


আমি শপথ করে বলছি
জসীমউদ্দীনের পল্লীতে যৌবন ফিরিয়ে আনবো
নকশিকাঁথা বিছিয়ে দেব
রাখাল ছেলেকে বাঁশি দেব
আসমানীকে ঘর  বানিয়ে দেব
সোজন বদিয়ার ঘাটে
আবারো প্রানোস্পন্দন আনবো
শহুরে বন্ধুদের ডেকে ডেকে বলবো
ঘুরে যাও আমার ছোট্ট গাঁও।