ফেব্রুয়ারির একুশ আসে
কাঁদে ফাল্গুন
বঙ্গাব্দ লজ্জায় হাসে
অবহেলা নিদারুণ।


রক্ত ঝরা অক্ত আজো
লাল হয়ে ঝরে
জীবন দিয়ে কেনা ভাষা
কাঙাল হয়ে মরে।

ফাল্গুন আসে ফাল্গুন যায়
ফাল্গুন থাকে ঝুলে
একুশ একুশ জপে বাঙালি
ফাল্গুন যায় ভুলে।


একুশ তোমার ফাল্গুন আমার
আমি শিমুলে ফোটা পদ্য
ফাল্গুন তুমি কেঁদোনা আর
তোমাকেই স্বরি আমি অদ্য।